পেঁয়াজের দামও সেঞ্চুরি হাঁকাল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দামই বাজারে বেড়েছে। এর মধ্যে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁয়েছে। তবে এখনও যেসব বিক্রেতার কাছে পুরোনো দামে কেনা পেঁয়াজ আছে, তারা দাম কিছুটা কম রাখছেন।

এদিকে পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন। আবার চলমান বৃষ্টির কারণে রাজধানীতে পেঁয়াজের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে, ফলে দাম বেড়েছে।

দেশি পেঁয়াজের পাশাপাশি ভারতীয় পেঁয়াজের দামও চড়া। আমদানি করা এ পেঁয়াজের কেজি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১১৩ শতাংশ, আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১১৪ শতাংশ।

রাজধানীর কারওয়ান বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৪০ থেকে ৪৬০ টাকায়। তাতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ে ৮৮ থেকে ৯২ টাকা। কারওয়ান বাজারের চেয়ে ঢাকার অন্য বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি থাকে।  দেশি পেঁয়াজের দাম বাড়তে থাকায় সরকার চলতি বছরের ৫ জুন ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। আগস্টের শেষে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা কাছাকাছি পৌঁছে যাওয়ায় সরকার তখন ভারতের বাইরে আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেঁয়াজের দামও সেঞ্চুরি হাঁকাল

আপডেট সময় : ০৮:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দামই বাজারে বেড়েছে। এর মধ্যে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁয়েছে। তবে এখনও যেসব বিক্রেতার কাছে পুরোনো দামে কেনা পেঁয়াজ আছে, তারা দাম কিছুটা কম রাখছেন।

এদিকে পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন। আবার চলমান বৃষ্টির কারণে রাজধানীতে পেঁয়াজের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে, ফলে দাম বেড়েছে।

দেশি পেঁয়াজের পাশাপাশি ভারতীয় পেঁয়াজের দামও চড়া। আমদানি করা এ পেঁয়াজের কেজি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১১৩ শতাংশ, আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১১৪ শতাংশ।

রাজধানীর কারওয়ান বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৪০ থেকে ৪৬০ টাকায়। তাতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ে ৮৮ থেকে ৯২ টাকা। কারওয়ান বাজারের চেয়ে ঢাকার অন্য বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি থাকে।  দেশি পেঁয়াজের দাম বাড়তে থাকায় সরকার চলতি বছরের ৫ জুন ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। আগস্টের শেষে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা কাছাকাছি পৌঁছে যাওয়ায় সরকার তখন ভারতের বাইরে আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।