বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান পাকিস্তানের

বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রান করে জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ৩৪৫ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমরা। একই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নেয় শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমা। তাদের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৩৪৪ রান করে। ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় বাবর আজমের দল। তাদের হয়েও জোড়া সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান।

দুই দলের মোট চারজনের সেঞ্চুরিতেই রেকর্ড বইয়ে নাম লেখালো পাকিস্তান-শ্রীলঙ্কা। বিশ্বকাপ ইতিহাসের আর কোন ম্যাচে ৪ সেঞ্চুরি দেখেনি কেউ।  তাছাড়া পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস খেলেন রিজওয়ান। তাছাড়া বিশ্বকাপে এটিই পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান পাকিস্তানের

আপডেট সময় : ১২:৩১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রান করে জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ৩৪৫ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমরা। একই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নেয় শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমা। তাদের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৩৪৪ রান করে। ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় বাবর আজমের দল। তাদের হয়েও জোড়া সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান।

দুই দলের মোট চারজনের সেঞ্চুরিতেই রেকর্ড বইয়ে নাম লেখালো পাকিস্তান-শ্রীলঙ্কা। বিশ্বকাপ ইতিহাসের আর কোন ম্যাচে ৪ সেঞ্চুরি দেখেনি কেউ।  তাছাড়া পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস খেলেন রিজওয়ান। তাছাড়া বিশ্বকাপে এটিই পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।