হাইকোর্টে বিদেশী সাক্ষীর বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খালেদা জিয়ার

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

আজ বুধবার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল জানান, বিদেশি সাক্ষী আনার বিষয়ে অ্যাটর্নি জেনারেল যে আবেদন করেছেন তা বাতিল চেয়ে আবেদন করা হয়েছে । রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করে অ্যাটর্নি জেনারেল নিম্ন আদালতকে মনস্তাত্ত্বিক চাপে ফেলতে চায়। যাতে দ্রুত রায়ের পর্যায়ে যায় নাইকো মামলা।

সংবাদ সম্মেলনে কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় বিদেশি সাক্ষী আনার বিষয়ে এটর্নি জেনারেলের আবেদন এবং ওই আদালতে তার উপস্থিতি আদালতকে প্রভাবিত করার প্রয়াস। দুদকের মতো স্বাধীন প্রতিষ্ঠানের মামলার শুনানিতে আদালতে এজি যেতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল।

এদিকে এই বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, সংবিধানই দেশের সব আদালতে যাওয়ার ক্ষমতা অ্যাটর্নি জেনারেলকে দিয়েছেন। দুদক স্বাধীন কমিশন হলে ও সংবিধানের প্রদত্ত ক্ষমতার উর্ধ্বে নয়। তিনি জানান, ১৭ বছর ধরে এ মামলা বিচারাধীন। এ নাইকো মামলাটি এখন সাক্ষ্যগ্রহন পর্যায়ে রয়েছে। এর আগে বিদেশি সাক্ষী আনতে অ্যাটনি জেনারেল এ এম আমিন উদ্দিন আবেদন করলে তা মঞ্জুর করে বিশেষ আদালত।

উল্লেখ্য,গত ১২ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিদেশি সাক্ষীদের আদালতে হাজির করার অনুমতি চেয়ে আবেদন করেন। ১৭ সেপ্টেম্বর তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি দেন আদালত।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টে বিদেশী সাক্ষীর বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খালেদা জিয়ার

আপডেট সময় : ০৬:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

আজ বুধবার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল জানান, বিদেশি সাক্ষী আনার বিষয়ে অ্যাটর্নি জেনারেল যে আবেদন করেছেন তা বাতিল চেয়ে আবেদন করা হয়েছে । রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করে অ্যাটর্নি জেনারেল নিম্ন আদালতকে মনস্তাত্ত্বিক চাপে ফেলতে চায়। যাতে দ্রুত রায়ের পর্যায়ে যায় নাইকো মামলা।

সংবাদ সম্মেলনে কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় বিদেশি সাক্ষী আনার বিষয়ে এটর্নি জেনারেলের আবেদন এবং ওই আদালতে তার উপস্থিতি আদালতকে প্রভাবিত করার প্রয়াস। দুদকের মতো স্বাধীন প্রতিষ্ঠানের মামলার শুনানিতে আদালতে এজি যেতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল।

এদিকে এই বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, সংবিধানই দেশের সব আদালতে যাওয়ার ক্ষমতা অ্যাটর্নি জেনারেলকে দিয়েছেন। দুদক স্বাধীন কমিশন হলে ও সংবিধানের প্রদত্ত ক্ষমতার উর্ধ্বে নয়। তিনি জানান, ১৭ বছর ধরে এ মামলা বিচারাধীন। এ নাইকো মামলাটি এখন সাক্ষ্যগ্রহন পর্যায়ে রয়েছে। এর আগে বিদেশি সাক্ষী আনতে অ্যাটনি জেনারেল এ এম আমিন উদ্দিন আবেদন করলে তা মঞ্জুর করে বিশেষ আদালত।

উল্লেখ্য,গত ১২ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিদেশি সাক্ষীদের আদালতে হাজির করার অনুমতি চেয়ে আবেদন করেন। ১৭ সেপ্টেম্বর তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি দেন আদালত।