ট্রেজারি বন্ডে বিনিয়োগ শুরু

সর্বজনীন পেনশন তহবিলের অর্থ ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ হচ্ছে। ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে এ উৎস নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ। মোট জমা পড়া অর্থ থেকে প্রাথমিকভাবে ১১ কোটি ৩১ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে এ বন্ডে। আজ রোববার এ বন্ডের বিপরীতে সুদহার ছিল ১০ দশমিক ৫ শতাংশ।

এ তথ্য জানিয়ে সচিবালয়ে আজ পেনশন তহবিলের অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় সর্বজনীন পেনশন তহবিলের অর্থে কেনা ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে ১৪ হাজার ৯২৮ জন চাঁদা দিয়েছেন। তাঁদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ১২ কোটি ৪৮ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে প্রগতি স্কিমে ৬ হাজার ৭১৯ জন ৬ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৫০০ টাকা, সুরক্ষা স্কিমে ৬ হাজার ৭৮ জন ৪ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা, সমতা স্কিমে ১ হাজার ৬৮৩ জন ৩৭ লাখ ৩৭ হাজার টাকা এবং প্রবাস স্কিমে ৪৪৮ জন অংশগ্রহণকারী ১ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা জমা দিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সর্বজনীন পেনশন তহবিল’ শিরোনামের ব্যাংক হিসাবে পেনশন স্কিমে অংশগ্রহণকারী সবার জমা করা অর্থ জমা থাকবে। নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ উৎস হিসেবে বিনিয়োগের জন্য ট্রেজারি বন্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেজারি বন্ডে বিনিয়োগ শুরু

আপডেট সময় : ১১:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

সর্বজনীন পেনশন তহবিলের অর্থ ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ হচ্ছে। ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে এ উৎস নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ। মোট জমা পড়া অর্থ থেকে প্রাথমিকভাবে ১১ কোটি ৩১ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে এ বন্ডে। আজ রোববার এ বন্ডের বিপরীতে সুদহার ছিল ১০ দশমিক ৫ শতাংশ।

এ তথ্য জানিয়ে সচিবালয়ে আজ পেনশন তহবিলের অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় সর্বজনীন পেনশন তহবিলের অর্থে কেনা ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে ১৪ হাজার ৯২৮ জন চাঁদা দিয়েছেন। তাঁদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ১২ কোটি ৪৮ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে প্রগতি স্কিমে ৬ হাজার ৭১৯ জন ৬ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৫০০ টাকা, সুরক্ষা স্কিমে ৬ হাজার ৭৮ জন ৪ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা, সমতা স্কিমে ১ হাজার ৬৮৩ জন ৩৭ লাখ ৩৭ হাজার টাকা এবং প্রবাস স্কিমে ৪৪৮ জন অংশগ্রহণকারী ১ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা জমা দিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সর্বজনীন পেনশন তহবিল’ শিরোনামের ব্যাংক হিসাবে পেনশন স্কিমে অংশগ্রহণকারী সবার জমা করা অর্থ জমা থাকবে। নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ উৎস হিসেবে বিনিয়োগের জন্য ট্রেজারি বন্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।