
ফের চমকে দিলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ওপেনিংয়ে ১২৫ রানের রেকর্ড জুটি গড়ে পাকিস্তানকে ৭ উইকেট আর ২৬ বল হাতে রেখে অনায়াসে হারালো বাংলাদেশের নারী ক্রিকেট দল। ফারজানা হক আর মুর্শিদা খাতুন এর গড়া এই জুটি পাকিস্তান দলের কাছে পাহারের মতন কাল হয়ে দাঁড়ালো বলাই বাহুল্য।
মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৬৭ রানের। ওপেনিংয়েই ১২৫ রানের জুটি গড়েন তারা। এরাই এখন নারী ক্রিকেটের দেশের সেরা জুটি। এর আগে শুকতারা রহমান আর শারমিন আক্তারের ১১৩ রানের জুটিই ছিল রেকর্ড।
অথচ তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু পরের দুই ম্যাচে ২-১ ব্যবধানে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশের প্রমীলারা। এর আগে টি-টোয়েন্টি সিরিজও ঠিক একই রকম ব্যবধানে জয় লাভ করেছিল বাংলাদেশ।
ম্যাচটিতে পাকিস্তানি ওপেনার সিদরা আমিন ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। সিদরা ওপেনিংয়ে নেমে ৮৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং ওপেনার শাদাফ শামাসের ব্যাট থেকেও আসে ৩১ রান।
অপরদিকে বাংলাদেশের নাহিদা আক্তার ২৬ রানে ৩টি ও রাবেয়া খাতুন ৩৫ রানে ২টি উইকেট সংগ্রহ করেন। এছড়া শিকার ফাহিমা খাতুন, নিশিতা আক্তার এবং স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।