পূণ্যভূমি সিলেট থেকে জাতীয় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারনা শুরু করার পুরনো রীতি। সেই রীতি অনুসরন করেই ২১ ডিসেম্বর আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং উপদেষ্টা মন্ডলীদের সাথে নিয়ে হজরত শাহজালাল (রহ:) মাজার জিয়ারত করেন। এই জিয়ারতের মাধ্যমেই দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন তিনি।
বেলা ১২ টার কিছুক্ষন পর তার গাড়ি বহর এসে সেখানে পৌছায়। এসময় সেখানে তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। এরপর তাকে সাথে নিয়ে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। দেশ ও জাতির শান্তি সমৃদ্বি কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি। এরপর সেখান থেকে শাহ পরান (রহঃ) মাজার জিয়ারত করতে যান তিনি। সেখানেও দোয়া ও মোনাজাত করেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভায় যোগ দেন। তিনি বলেন; দেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে, ভয় দেখিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করে নির্বাচন ঠেকানো যাবে না। তিনি আরও বলেন, আগুন দিয়ে নাশকতা করে বি এন পি-জামায়াত নির্বাচন বাঞ্চাল করতে চায়।
প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা অর্জন করেছে। নৌকায় ভোট দিয়েই বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে। তাই আপনাদের কাছে আহ্বান আগামী নির্বাচনে আমরা যাদের নৌকা মার্কায় প্রার্থীতার পদ দিয়েছি তাদেরকে ভোট দিয়ে আগামীতেও আপনাদের সেবা করার সুযোগ দিন।
সবাইকে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একসাথে উন্নয়নশীল,সমৃদ্ব এবং সুন্দর বাংলা গড়ে তোলার আশা ব্যাক্ত করেন।