সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ১৬৯৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে জামায়াত শিবির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। আর কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকালে পৌর শহরের বায়তুস শরফ সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টায় চকরিয়া হাইস্কুল মাঠে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দিয়েছিল জামায়াত। তবে এতে পুলিশ বাধা দেয়ায় ৪ বার স্থান পরিবর্তন করে লামার চিরিঙ্গা মসজিদ চত্বরে গায়েবানা জানাজার প্রস্তুতি নিচ্ছিলো জামায়াত। এ সময় পুলিশ-ছাত্রলীগ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, হাসপাতালে আনার আগেই ফোরকানের মৃত্যু হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে কীভাবে আঘাত লেগেছে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

জানা যায়, ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ

আপডেট সময় : ১১:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে জামায়াত শিবির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। আর কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকালে পৌর শহরের বায়তুস শরফ সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টায় চকরিয়া হাইস্কুল মাঠে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দিয়েছিল জামায়াত। তবে এতে পুলিশ বাধা দেয়ায় ৪ বার স্থান পরিবর্তন করে লামার চিরিঙ্গা মসজিদ চত্বরে গায়েবানা জানাজার প্রস্তুতি নিচ্ছিলো জামায়াত। এ সময় পুলিশ-ছাত্রলীগ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, হাসপাতালে আনার আগেই ফোরকানের মৃত্যু হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে কীভাবে আঘাত লেগেছে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

জানা যায়, ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।