ডি ককের ব্যাটিংয়ে ভর করে দক্ষিণ আফ্রিকার জয়

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ১৬৯৭ বার পড়া হয়েছে

যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ ঘণ্টা পার না হতেই সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ে নামে তারা। জনসন চার্লস চালান ব্যাটিং তাণ্ডব। তাতে ওয়েস্ট ইন্ডিজ তাদের টি-টোয়েন্টি ইতিহাসের রেকর্ড ২৫৮ রান তোলে ৫ উইকেটের বিনিময়ে। কিন্তু কুইন্টন ডি ককের দানবীয় ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতলো দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় বলে ব্র্যান্ডন কিংকে ফেরান ওয়েন পার্নেল। তারপর বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ান চার্লস, সঙ্গ দেন কাইল মায়ার্স। দুজনের জুটিতে ১০ ওভারে রান ১ উইকেটে ১৩৭। এই জুটি ভাঙে ১৩৫ রানে।

১১তম ওভারে মায়ার্স ও নিকোলাস পুরানকে ফেরান মার্কো জানসেন। তাতে এতটুকুও ছন্দ হারায়নি উইন্ডিজ। ২৩ বলে হাফ সেঞ্চুরি করা চার্লস আর ১৬ বল খেলে প্রথম সেঞ্চুরির দেখা পান। ৩৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে তিনি মারেন ৯টি করে চার ও ছয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডি ককের ব্যাটিংয়ে ভর করে দক্ষিণ আফ্রিকার জয়

আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ ঘণ্টা পার না হতেই সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ে নামে তারা। জনসন চার্লস চালান ব্যাটিং তাণ্ডব। তাতে ওয়েস্ট ইন্ডিজ তাদের টি-টোয়েন্টি ইতিহাসের রেকর্ড ২৫৮ রান তোলে ৫ উইকেটের বিনিময়ে। কিন্তু কুইন্টন ডি ককের দানবীয় ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতলো দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় বলে ব্র্যান্ডন কিংকে ফেরান ওয়েন পার্নেল। তারপর বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ান চার্লস, সঙ্গ দেন কাইল মায়ার্স। দুজনের জুটিতে ১০ ওভারে রান ১ উইকেটে ১৩৭। এই জুটি ভাঙে ১৩৫ রানে।

১১তম ওভারে মায়ার্স ও নিকোলাস পুরানকে ফেরান মার্কো জানসেন। তাতে এতটুকুও ছন্দ হারায়নি উইন্ডিজ। ২৩ বলে হাফ সেঞ্চুরি করা চার্লস আর ১৬ বল খেলে প্রথম সেঞ্চুরির দেখা পান। ৩৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে তিনি মারেন ৯টি করে চার ও ছয়।