
বৃহঃস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাতে পবিত্র ওমরাহর পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রকোনা তিন আসনের মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান। তিনি বর্তমানে জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও নেত্রকোনা জেলা বি এন পি’র সাবেক উপদেষ্টা পদে ছিলেন।জেদ্দা হয়ে মক্কা মোকাররমে হ্বজ পালন শেষে মদিনা জিয়ারত করবেন তিনি। ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে তিনি নিজ এলাকা কেন্দুয়া -আটপাড়ায় ব্যাপক গণসংযোগ, ত্রাণ কার্যক্রম ও ইফতার মাহফিলের আয়োজন করেন। তিনি আরো জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সহ নিজ এলাকার সকল সাধারণ জনগনের মঙ্গল কামনায় পবিত্র মক্কা মোকাররমে বিশেষ প্রার্থনা করবেন। সৌদি গমনের পূর্বে নিজ ফেসবুক একাউন্ট থেকে নিজ এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।