
আওয়ামী লীগের আজ বুধবারের ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে ১০ হাজার নেতাকর্মী নিয়ে বলাকা, গাজীপুর, কিরণমালা, ভিআইপি, তুরাগ, প্রজাপতিসহ বিভিন্ন পরিবহন কোম্পানির ২৮০টি বাস নিয়ে যাত্রা করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। সাথে আছে মাইক্রোবাস ও প্রাইভেট কারের বিশাল বহর। শান্তি সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের দুপুরের খাবারের জন্য মঙ্গলবার রাত ১০টা থেকে জাহাঙ্গীর আলমের বাসার আঙিনায় সাতজন বাবুর্চি রান্না শুরু করেন। তাদের সহায়তা করেন ১৫ জন সহকারী বাবুর্চি। আজ বুধবার সকাল থেকে ২০০ জন কর্মী রান্না করা খিচুড়ি প্যাকেট করার কাজ করেন। ১০ হাজার প্যকেটে ভরে ৭টি ট্রাকে করে খিচুড়ি ও ২০ হাজার পানির বোতল নিয়ে বেলা ১২টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিশাল গাড়ির বহর। এ জন্য ছয়টি বিশাল আকারের গরু জবাই করে ২০ মণ চালের খিচুড়ি রান্না করা হয়েছে।
তবে তাকে কে শান্তি সমাবেশে যেতে বলেছেন, সে ব্যাপারে তিনি কিছু জানাতে রাজি হননি। দলের নির্দেশ পেয়ে তিনি ঢাকার সমাবেশে গাড়িবহর নিয়ে যোগ দিতে যাচ্ছেন বলে দাবি করেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।