ডায়াবেটিস এমন একটি রোগ যা নিয়ন্ত্রণে রাখা অতীব জরুরি। এই রোগ নিয়ন্ত্রণে না থাকলে শরীরে অন্যান্য রোগ জেঁকে বসে। তাই যাদের এ রোগটি আছে তাদের সুস্থতায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার বিকল্প নেই।
আপনি জেনে অবাক হবেন দারুচিনি নামের ভেষজটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। এ মসলাটির বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। এতে রক্তের শর্করা রোধ করাসহ উন্নত অসাধারণ ঔষধি গুণাবলি রয়েছে, যা প্রদাহ কমাতে ও স্নায়বিক স্বাস্থ্য উন্নীত করতে সহায়তা করে।এছাড়াও গাঁটের ব্যথায়,পেটের সমস্যায়,রক্তে এলডিএল হ্রাসে,শরীরের ছত্রাকজনিত সমস্যায়,হৃদ্রোগ প্রতিরোধে,বাতের ব্যথা ও শরীরের হাড়ের ব্যথায়,গলাব্যথা ও খুশখুশে কাশিতে,লিম্ফোসাইটিক লিউকেমিয়া প্রতিরোধে দারুচিনি অনন্য।দারুচিনিতে সবচেয়ে বেশি অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে।হজমশক্তি বাড়াতে দারুচিনির জুড়ি নেই।
খাবার তালিকায় এই মসলার ব্যবহার টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে করবে। গবেষণায় পাওয়া গেছে, রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে দারুচিনি। এতে থাকা অ্যান্টি-ডায়াবেটিক উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বেশ উপকারি।
এখন আসুন জেনে নেয়া যাক, কীভাবে দারুচিনি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।
১.রান্নায় বিভিন্ন আইটেমে দারুচিনি বা দারুচিনি গুঁড়া মিশিয়ে ব্যবহার করতে পারেন।
২.আগের দিন রাতে এক গ্লাস পানিতে এক টুকরো দারুচিনি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেটি পান করুন। নিয়মিত এটি পান করলে উপকার পাবেন।
৩. মিষ্টি জাতীয় খাবার তৈরিতে চিনির পরিমাণ কম দিয়ে দারুচিনির বা এর গুঁড়া ব্যবহার করতে পারেন।
৪. চা কিংবা কফিতেও মিশিয়ে পান করতে পান।তাতে সুগন্ধ যেমন আসবে তেমনি স্বাস্থ্যকরও হবে।
সূত্র : এনডিটিভি