
বগুড়ায় আদমদীঘি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে দুইজন মারা গেছেন। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে তিনটায় নওগাঁ- বগুড়া আঞ্চলিক মহাসড়কের মুরাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
মুরাইল বাসস্ট্যান্ডে খাড়ির ব্রিজের নিচে ট্রাকের মেরামতের কাজ করছিলো মালিক ও ট্রাকচালক মোস্তাক আলী। এসময় নওগাঁ গামী আরেকটি ট্রাক পথে দাড়ানো ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এর ফলে ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অন্য দুইজনকে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিয়ে গেলে দুইজনেই মৃত্যুবরন করেন।