বগুড়ায় বিএনপির পদযাত্রায় বাধা-পুলিশের সাথে সংঘর্ষ- গুলিবিদ্ধ ৭

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • ১৬৮৫ বার পড়া হয়েছে

বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ ছবিঃ সংগৃহীত

বি এন পি’র ঘোষিত সারাদেশব্যাপী পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে  বগুড়ায় বিএনপির পদযাত্রায় পুলিশি বাধাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।বিএনপির দাবি, এ ঘটনায় তাদের ৭ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদিকে পুলিশ জানায় সংঘর্ষে তাদের ১০ সদস্য আহত হয়েছেন ।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইয়াকুবিয়ার মোড় ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা দাবি করে জানান, পুলিশ তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এই ঘটনায় অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, বিএনপির  ইয়াকুবিয়ার মোড় পর্যন্ত পদযাত্রা করার অনুমতি ছিলো। সাতমাথায় যাওয়ার কোনো অনুমতি ছিল না, তারা পদযাত্রা নিয়ে সাতমাথা যেতে চাইলে পুলিশ এতে বাধা প্রদান করে। এ সময়  পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠিসোটা নিয়ে হামলা চালায় তারা।  এতে ঘটনাস্থলে ১০ জন পুলিশ সদস্য আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।  এরপর তারা  সদর ফাঁড়িতে হামলা চালায় এবং পুলিশকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করে।

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বিএনপির পদযাত্রায় বাধা-পুলিশের সাথে সংঘর্ষ- গুলিবিদ্ধ ৭

আপডেট সময় : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

বি এন পি’র ঘোষিত সারাদেশব্যাপী পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে  বগুড়ায় বিএনপির পদযাত্রায় পুলিশি বাধাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।বিএনপির দাবি, এ ঘটনায় তাদের ৭ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদিকে পুলিশ জানায় সংঘর্ষে তাদের ১০ সদস্য আহত হয়েছেন ।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইয়াকুবিয়ার মোড় ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা দাবি করে জানান, পুলিশ তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এই ঘটনায় অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, বিএনপির  ইয়াকুবিয়ার মোড় পর্যন্ত পদযাত্রা করার অনুমতি ছিলো। সাতমাথায় যাওয়ার কোনো অনুমতি ছিল না, তারা পদযাত্রা নিয়ে সাতমাথা যেতে চাইলে পুলিশ এতে বাধা প্রদান করে। এ সময়  পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠিসোটা নিয়ে হামলা চালায় তারা।  এতে ঘটনাস্থলে ১০ জন পুলিশ সদস্য আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।  এরপর তারা  সদর ফাঁড়িতে হামলা চালায় এবং পুলিশকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করে।