
সোমবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা হয়েছে, সচিবসভা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। এর আগে সচিবসভা ডাকা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। কিন্তু তিনি বলেন বিশেষ কোনো মিটিং হয়নি, নিয়মিত যে মিটিং সেটিই হয়েছে। আলাদা করে কোনও সচিবসভা হয় নি।