
পূর্ব ঘোষিত বি এন পি’র কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধোলাইখাল, উত্তরা ও মাতুয়াইলে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ বিএনপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি থেকে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে কয়েক জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালন করছে বিএনপি। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা।