
বৃষ্টি উপেক্ষা করেই নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ করছেন। আজ শুক্রবার বেলা তিনটায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করছে দলটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীতে দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া বৃষ্টি বেলা তিনটা পর্যন্ত পুরোপুরিভাবে থামেনি। ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে পানিও জমে গেছে। এমন পরিস্থিতির মধ্যেও সমাবেশ চলছে।