১৫ আগস্ট ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

  • এ.আর.টি
  • আপডেট সময় : ১১:৪০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ১৭৩৪ বার পড়া হয়েছে

ছবি- অনলাইন।

১৫ আগস্ট ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবে জঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং এই এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডি-৩২ এ জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক লোক সমাগম হবে। আগত লোকজনের ভিড় সামাল দেওয়া পুলিশের জন্য বেশ চ্যালেঞ্জিং।

অন্যান্য বছরের তুলনায় এবার ১৫ আগস্টে ২০ থেকে ৩০ ভাগ বেশি লোক সমাগম হবে বলে মনে করেন খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, এবার জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সেদিন আগত লোকজন সামাল দেওয়া পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

ডিএমপি কমিশনার বলেন, এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাওয়ার পর শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য পৃথক নিরাপত্তাব্যবস্থা থাকবে এবং জনগণের জন্যও নিরাপত্তাব্যবস্থার আয়োজন থাকবে বলে জানান তিনি।

এ সময় নগর পুলিশের প্রধান জানান, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সাইবার জগত মনিটরিং করছে পুলিশ। ১৫ আগস্টকেন্দ্রিক যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ আগস্ট ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ১১:৪০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

১৫ আগস্ট ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবে জঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং এই এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডি-৩২ এ জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক লোক সমাগম হবে। আগত লোকজনের ভিড় সামাল দেওয়া পুলিশের জন্য বেশ চ্যালেঞ্জিং।

অন্যান্য বছরের তুলনায় এবার ১৫ আগস্টে ২০ থেকে ৩০ ভাগ বেশি লোক সমাগম হবে বলে মনে করেন খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, এবার জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সেদিন আগত লোকজন সামাল দেওয়া পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

ডিএমপি কমিশনার বলেন, এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাওয়ার পর শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য পৃথক নিরাপত্তাব্যবস্থা থাকবে এবং জনগণের জন্যও নিরাপত্তাব্যবস্থার আয়োজন থাকবে বলে জানান তিনি।

এ সময় নগর পুলিশের প্রধান জানান, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সাইবার জগত মনিটরিং করছে পুলিশ। ১৫ আগস্টকেন্দ্রিক যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।