নির্বাচন কমিশনের সভা শেষে নতুন সিদ্ধান্ত গ্রহণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিলে উৎসাহিত করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসি সচিব বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান আইনে রয়েছে। বিধিমালায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে অনলাইনে মনোনয়ন দাখিলের বিষয়টি বাধ্যতামূলক করা যাবে না। প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিলে উৎসাহিত করা হবে।

আজ কমিশন সভায় ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৩ ’-এর খসড়ার অনুমোদন হয়েছে বলে জানান জাহাংগীর আলম। কমিশনের আজকের সভায় ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ নীতিমালা, প্যানেল প্রস্তুত নির্দেশিকা, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সূচি, ভোটের সময় মাঠ কর্মকর্তাদের আপ্যায়ন ভাতা নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের এনআইডি করার যে পাইলট প্রকল্প সংযুক্ত আরব আমিরাতে চলছে, তার অগ্রগতি নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দুটি দেশ যুক্তরাজ্য ও সৌদি আরবে কাজ শুরুর অনুরোধ জানিয়েছে। এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা আশা করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে এই কাজ শুরু করা যাবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের সভা শেষে নতুন সিদ্ধান্ত গ্রহণ

আপডেট সময় : ০৪:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিলে উৎসাহিত করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসি সচিব বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান আইনে রয়েছে। বিধিমালায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে অনলাইনে মনোনয়ন দাখিলের বিষয়টি বাধ্যতামূলক করা যাবে না। প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিলে উৎসাহিত করা হবে।

আজ কমিশন সভায় ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৩ ’-এর খসড়ার অনুমোদন হয়েছে বলে জানান জাহাংগীর আলম। কমিশনের আজকের সভায় ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ নীতিমালা, প্যানেল প্রস্তুত নির্দেশিকা, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সূচি, ভোটের সময় মাঠ কর্মকর্তাদের আপ্যায়ন ভাতা নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের এনআইডি করার যে পাইলট প্রকল্প সংযুক্ত আরব আমিরাতে চলছে, তার অগ্রগতি নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দুটি দেশ যুক্তরাজ্য ও সৌদি আরবে কাজ শুরুর অনুরোধ জানিয়েছে। এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা আশা করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে এই কাজ শুরু করা যাবে।